Khoborerchokh logo

১,৩৭,৫০০ পিছ ইয়াবা,মাইক্রোবাসসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ 365 0

Khoborerchokh logo

১,৩৭,৫০০ পিছ ইয়াবা,মাইক্রোবাসসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১

 রাজধানীর ভাটারা থানা এলাকা হতে মাইক্রোবাসের পিছনে জ্বালানী বহনের  এলপিজি গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারকালে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ।
  ইয়াবা ট্যাবলেটসহ মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে ।
 মাদক কারবারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে আসছে। মাদক ব্যবসায়ীরা রাজধানী ঢাকাকে মাদক ব্যবসার জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। পাশ্ববর্তী দেশ হতে নৌ-পথে আগত ইয়াবা ট্যাবলেটের চালানগুলো কক্সবাজার হতে সড়ক,রেল ও বিমানপথে ঢাকায় নিয়ে আসার পর মাদক ছড়িয়ে পড়ছে সারাদেশে। র‌্যাব এসকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে স্বক্ষম হয়েছে ।
 র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে,একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান কক্সবাজার জেলা হইতে ০১ টি কালো রংয়ের মাইক্রোবাস যোগে (যার রেজিঃ নং-ঢাকা মেট্টো-চ-১৯-২২২৩) কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট  বহন করে বর্তমানে পূর্বাঞ্চল তিনশো ফিট রাস্তা হয়ে ঢাকা মহানগরীর উদ্দেশ্যে আসিতেছে । চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে।
 র‌্যাব-১,উত্তরা,ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন ক-৪০/২-এ, জগন্নাথপুর,নদ্দা ব্রিজের দক্ষিন পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান নিয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন ক-৪০/২-এ, জগন্নাথপুর,নদ্দা ব্রিজের দক্ষিন পাশে,সাইদ কার ডেকোরেশন এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ সোহেল রানা (২৭), পিতা- মোঃ সুরুজ মিয়া,মাতা-মোছাঃ ফরিদা বেগম,সাং-গোয়ালদী রুপনগর মুস্তি মৌলভী বাড়ী,ইউপি-আমিনপুর,ওয়ার্ড নং-২,থানা-সোনারগাঁও,জেলা-নারায়নগঞ্জ ও ২) মোঃ সোহেল সরদার (২৩),পিতা-মোঃ মনা মিয়া সরদার,মাতা-মোছাঃ জেসমিন খাতুন,সাং- শংকর পাশা বারেক সরদারের বাড়ী, থানা-কাশিয়ানী,জেলা-গোপালগঞ্জ,বর্তমান ঠিকানা- হাতুকোপা,থানা-সোনারগাঁও,জেলা- নারায়নগঞ্জ,আসামী দ্বয়কে গ্রেফতার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামীর নিকট হতে ১,৩৭,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট আনুমানকি মূল্য(১,৩৭,৫০০*৩০০)= ৪,১২,৫০,০০০/-(চার কোটি বার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা,১ টি মাইক্রোবাস ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com